বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাইয়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ বা অ্যাকশন প্ল্যান ঘোষণা করবে ইসি  বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় সালিসে ধার্য করা জরিমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত – ২০ ৬ দফা দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ বিক্ষোভের মধ্যেই সার্বিয়ায় নতুন সরকার ‘হুমকি ও ব্ল্যাকমেইল’ বন্ধ করতে হবে ওয়াশিংটনকে : বেইজিং ২০২৮ অলিম্পিকে ক্রিকেট ভেন্যুর নাম ঘোষণা দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে বিএনপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৫৮ মামলা ফ্যাসিস্ট হাসিনার মোটিফ বানানোর কারিগরের বাড়ি পুড়িয়ে দিল দূর্বিত্তরা

নেত্রকোণার কলমাকান্দায় হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
নেত্রকোণার কলমাকান্দায় হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু
নেত্রকোণার কলমাকান্দায় হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু

তরুণ প্রজন্মকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে নেত্রকোণার কলমাকান্দায় শুরু হয়েছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ২০২৫।

রবিবার সকালে উপজেলা পরিষদ  অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে মেধা অন্বেষণের এই প্রতিযোগিতা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে ও দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়েছে৷

হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতায় সভাপতির দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব মাওলানা উসমান গণি ও মুফতি শফিকুল ইসলাম। এতে বিচারকের দায়িত্বে রয়েছেন হাফেজ আহসান উল্লাহ,হাফেজ মতিউর রহমান ও হাফেজ এনায়েতুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করছেন মুফতি মাসউদুর রহমান ও মুফতি মামুনুর রশিদ।

প্রতিযোগিতার দায়িত্বশীলরা জানান,মেধা বিকাশের এই প্রতিযোগিতার প্রথম দিনই ৩৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। কলমাকান্দায় এমন আয়োজন করায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার দাবি তাদের।

মাওলানা উসমান গণি বলেন,পবিত্র মাহে রমজানে এই আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি।  তারা খুব আনন্দ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইসলামের প্রসারে ও ছাত্রদের মেধা শাণিত করতে এমন আয়োজন আমাদের আলো দেখায়।

এই আয়োজন নিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন,ছাত্র-তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। সকলের সহযোগিতা বিনীতভাবে কাম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর