বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সন্দ্বীপে ট্রাক দুর্ঘটনায় হেলপারের মৃত্যু। মুরাদনগরে শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ গাইবান্ধা জেলায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ ইং পালিত সরাইলে কৃষি জমি ও পুকুরেবালু ফেলায় জরিমানা গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ও গণহত্যার প্রতিবাদে দুর্গাপুর সাংবাদিক সমিতির বিক্ষোভ গাজায় গণহত্যা বন্ধের দাবীতে পঞ্চগড়ে জাতীযতাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। যৌথ অভিযানে মাদক সহ দেশীয় অস্ত্র উদ্ধার ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ ৫৭ টি মুসলিম দেশ নিয়ে আলাদা জাতিসংঘ করবো বললেন জামায়াত নেতা। ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

মাইক্রোবাস চালকদের হামলায় বৈষম্যবিরোধীর ৩ ছাত্র প্রতিনিধি আহত

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
মাইক্রোবাস চালকদের হামলায় বৈষম্যবিরোধীর ৩ ছাত্র প্রতিনিধি আহত
মাইক্রোবাস চালকদের হামলায় বৈষম্যবিরোধীর ৩ ছাত্র প্রতিনিধি আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি মাইক্রোবাসচালক ও সহযোগিদের হামলায় আহত হয়েছেন। উচালিয়াপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।


হামলায় আহতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইরফান খান, আলিফ মাহমুদ নাহিদ ও মোহাম্মদ মোয়াজ্জেম। এর মধ্যে ইরফান খান গুরুতর আহত হয়েছেন। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি বায়েজিদুর রহমান সিয়ামসহ অন্যান্যরা আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় আহত ইরফান খান এর পরিবার মামলা দায়ের করেছেন।
আহতরা জানান, রবিবার রাত দশটার দিকে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায় মাইক্রোবাস।
চাপা দেওয়া গাড়িটির পিছু নিয়ে স্থানীয়রা উলাচিয়াপাড়া মাইক্রোস্ট্যান্ডে গিয়ে সেটিকে আটক করে। ছাত্র প্রতিনিধিরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এলে ছাত্র প্রতিনিধিরা মাইক্রোবাসটিকে থানায় নিয়ে যেতে পুলিশকে অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে মাইক্রোস্ট্যান্ডের লোকজন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রথমে বাগবিতান্ডায় জড়ায়। এ সময় একটি ঢিল পড়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙ্গে যায়। এতে ক্ষুব্ধ হয়ে তারা ছাত্র প্রতিনিধিদের উপর হামলা চালায়। এসময় অন্তত তিনজন আহত হয়। এর মধ্যে ইরফান খানকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসার জন্য মাইক্রো স্ট্যান্ডের সাতজনকে আটক করে থানায় আনা হলে পরবর্তীতে তাদেরকে আহতের পরিবার কর্তৃক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর