দ্রুত নির্বাচন সংস্কারকাজের বাস্তাবায়ন

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এস এম ওবায়দুল হক নাসির বলেছেন যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধি সংসদে বসে দেশে জন্য প্রয়োজনীয় সংস্কারকাজ বাস্তবায়ন করে দেশ পরিচালনা করবেন।
মঙ্গলবার (১৮ মার্চ) ঘাটাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘাটাইল উপজেলা ও পৌর শাখার আয়োজিত
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিলে দেশের সার্বিক ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।
উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মিয়া,পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বাসেত করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, সাবেক কাউন্সিলর শাহাদত হোসেন শামীম পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল প্রমূখসহ ঘাটাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্র দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও পাঁচ সহস্রাধিক ধর্মপ্রান মুসলমান উপস্থিত ছিলেন। এসময় দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।