আখাউড়ায় ছিনতাই হওয়া চার লাখটাকা উদ্ধার হলো পাঁচ ঘন্টার মধ্যে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীর কাছ থেকে ছিনতাই হওয়া চার লাখ টাকা পাঁচ ঘন্টার মধ্যে উদ্ধার হয়েছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ওই টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় ফারুক ভুইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী শরীফা বেগম থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের আব্দুর হাসিমের স্ত্রী শরীফা বেগম জমি বিক্রির চার লাখ টাকা নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ধর্মনগর এলাকায় তার সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারিরা। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। এলাকার লোকজন ছিনতাইকারিদের মধ্যে ফারুক ভুইয়া নামে একজনকে চিহ্নিত করে আটক করে। পরে পুলিশ ফারুক ভুইয়ার কাছ থেকে ছিনতাই হওয়ার চার লাখ টাকা বিকেল তিনটার দিকে উদ্ধার করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী শরীফা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে।