সরাইল উপজেলার সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত একমাত্র কমিউনিটি সেন্টার এর বেহাল অবস্থা

১৮ মার্চ,২০২৫ খ্রী:,১৭ রমজান, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি বন্ধু মো: শরীফ উদ্দিনের আমন্ত্রণে তাদের আয়োজিত ইফতার মাহফিলে গিয়েছিলাম। চোখ চলে যায় আমাদের সরাইল উপজেলার সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত একমাত্র কমিউনিটি সেন্টার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামের উপরে। ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন, বিশাল হলরুমে মাত্র ৩টি সিলিং ফ্যান। তারমধ্যে ১টি সচল, বাকি ২ টি অচল। আর অসংখ্য বাঁশের লাঠির মতো দেখা যাচ্ছে,এগুলো সিলিং ফ্যানের ডান্ডা,তারমানে এগুলোতেও ফ্যান ঝুলানো ছিল। একটা একটা নষ্ট হয়েছে,আর খুলে ফেলা হয়েছে। মেরামতের নাম গন্ধ নেই।
চতুর্দিকে আমাদের কর্মীবান্ধব অফিসারগণের কাজের ফিরিস্তি আর প্রশংসার বান শোনা যায়। আর এই অডিটোরিয়ামের ওয়াশরুমের কথা নাইবা বললাম। আপনারা যদি কেউ ওয়াশরুমের ভিতরে প্রবেশ করে থাকেন, অবশ্যই স্বচক্ষে হাল-হকিকত দেখে থাকেন।
প্রসংগত কারণে একটি কথা না বলে পারছিনা,বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আমাদের মিডিয়া পেইজের একটি অনুষ্ঠানের জন্য এই অডিটোরিয়াম ভাড়া করেছিলাম এবং নিয়মানুযায়ী ভাড়া এডভান্স দিয়েছিলাম।পরবর্তীতে আমরা অনিবার্য কারণবশত: স্থান পরিবর্তন করি এবং কর্তৃপক্ষকে অবহিত করি।কিন্তু এডভান্সের টাকাটা ফেরত পাইনি।
সাংবাদিকদের মিলনমেলায় সুধীজনের সরব উপস্থিতিতেও অডিটোরিয়ামের এই বেহাল দশা কারো নজরে আসেনি।আর আসলেও কোন অদৃশ্য কারণে এই বিষয়ে কোন রিপোর্ট হবেনা।আর কর্মট অফিসারগণের কর্মব্যস্ততার কারণে এইসব ছোট-খাটো বিষয়ে নজর সময় ওনাদের নেই।