শেরপুর সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৃষ্টি শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান এন্ড এমডি ডক্টর শরিফুল ইসলাম রিপন স্যারের নির্দেশনায় প্রতি বছরের ন্যায় ২০২৫ সালেও পবিত্র রমজান মাস উপলক্ষে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ শেরপুর শাখা বৃহস্পতিবার কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করেন। এতে চারটি গ্রুপে চূড়ান্ত পর্বে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
‘ক’ গ্রুপে বিজয়ীরা হলেন প্রথম শ্রেণীর আব্দুল্লাহ নার্সারি শ্রেণীর সামিহা প্লে শ্রেণীর সাইমা জাহান।
‘খ’ খ গ্রুপে বিজয় হলেন চতুর্থ শ্রেণীর নববী তৃতীয় শ্রেণীর মাহমুদুর রহমান এবং দ্বিতীয় শ্রেণীর সাকির।
‘গ’ গ্রুপে বিজয়ীরা হলেন পঞ্চম শ্রেণির জান্নাত, সপ্তম শ্রেণীর সামিউল, ষষ্ঠ শ্রেণির শিহাব।
‘ঘ’ গ্রুপের বিজয়ীরা হলেন দশম শ্রেণীর আব্দুল কাইয়ুম, নবম শ্রেণীর সাকিব এবং অষ্টম শ্রেণির মুনিম।
চারটি গ্রুপে মোট ১২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠান সম্মানিত প্রশাসনিক কর্মকর্তা জনাব মাজেদুর রহমান রেজাদ এবং ধর্মীয় শিক্ষক মাওলানা আজহারুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত অভিভাবক বিন্দু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সৃষ্টি সেন্ট্রাল স্কুল শেরপুর শাখার কো-অর্ডিনেটর জনাব জয়নাল আবেদিন তারেক।