রাঙ্গুনিয়ায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর ইফতার ও মতবিনিময়

সন্ত্রাস, দুর্নীতিমুক্ত দেশ গঠন ও বৈষম্যহীন রাঙ্গুনিয়া গড়তে জামায়াতে ইসলামীকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিশে শূরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা হলো জাতির দর্পন। বৈষম্যবিরোধী আন্দোলনে বিভিন্ন তথ্য দিয়ে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের উচিত সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করা। তবেই সমাজের অন্যায়-অবিচার, দূর্নীতি কমে আসবে।
উপজেলার মরিয়মনগরস্থ জামায়াতে ইসলামীর অফিসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ। রাঙ্গুনিয়া উপজেলার নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইনের’ সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলম।
বক্তব্য রাখেন সাংবাদিক ইলিয়াস তালুকদার, নুরুল আবছার চৌধুরী, ইয়াকুব আলী মনি, মনজুরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় শেষে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার তুলে দেন নেতৃবৃন্দরা।