নড়াইলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) লোহাগড়ার জয়পুর এলাকার লাহুড়িয়া সড়কে অবস্থিত প্রত্যাশা হাসপাতাল ভবনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ। এছাড়া সমিতির সভাপতি সার্জেন্ট ফরিদুজ্জামান, সহ-সভাপতি সার্জেন্ট মুস্তাফিজুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট চুন্নু মোল্লা ও সার্জেন্ট মাসুদ, সহ সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার নওশের আলী ও সার্জেন্ট জহিরুল হাসান, কোষাধ্যক্ষ সার্জেন্ট মফিজুর রহমানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপদেষ্টা মণ্ডলীর সদস্য ক্যাপ্টেন গাজ্জার, ক্যাপ্টেন আব্দুল্লাহ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইদ্রিস আলী এবং ক্যাপ্টেন শহিদুল ইসলাম অংশ নেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সমাজের বিশিষ্টজনেরা এ আয়োজনে শরিক হন।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।