পশ্চিম পাইকপাড়ায় প্রয়াতদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাধীন পশ্চিম পাইকপাড়াস্থ প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় জনাব রাশেদ কবীর আখন্দ এর আয়োজনে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হলে এতে স্থানীয় বাসিন্দারা দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জনাব রাশেদ কবীর আখন্দ জানান, এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের মূল উদ্দেশ্য ছিল অত্র মহল্লার প্রয়াত স্বজনদের স্মরণ করা এবং তাদের জন্য আল্লাহর দরবারে মাগফেরাত প্রার্থনা করা। তাই উক্ত অনুষ্ঠানে মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, তরুণ সমাজ ও বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এসময় উপস্থিত বক্তারা বলেন, রমজান মাস হলো ইবাদত ও দোয়ার মাস। এখন ইফতারের সময়। দোয়া কবুলের সময়। আমরা যদি আমাদের প্রিয়জনদের জন্য দোয়া করি, তাহলে আল্লাহ তায়ালা তাদের ওপর রহমত বর্ষণ করবেন। তারা আরও বলেন, আজকের এই আয়োজন শুধুমাত্র ইফতার মাহফিলের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এটি সমাজের মানুষকে একত্রিত করে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার একটি প্রয়াস।
জনাব রাশেদ কবীর আখন্দ এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে, যাতে মহল্লাবাসীরা একত্রিত হয়ে প্রয়াতদের জন্য দোয়া করতে পারেন এবং সমাজে মানবিক ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় হয়।
পরিশেষে পশ্চিম পাইকপাড়া জামে মসজিদের ইমাম খতীব মাও. মাহবুবুর রহমানের দোয়ার পরিচালনার মধ্য দিয়ে ইফতার গ্রহণের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।