রাঙ্গুনিয়ার লালানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রাঙ্গুনিয়া উপজেলা’র ১৫নং লালানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকালে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ-বিদ্যালয় মাঠে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল হক হারুন, প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ মুছা। বিশেষ অতিথি ছিলেন পেয়ারুল ইসলাম পিরু, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক মিয়া, হাসান তালুকদার, উপজেলা’র যুগ্ম আহবায়ক রবিউল হাসান, যুগ্ম আহবায়ক আবু তাহের, পোমরা ইউনিয়নের আহবায়ক কুতুব উদ্দিন, সদস্য সচিব মুহাম্মদ রাশেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জসিম, ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন, সদস্য সচিব ইলিয়াস কাঞ্চন, যুগ্ম আহবায়ক মুহাম্মদ আলমগীর, ইয়াকুব, ইউনিয়নের সদস্য সচিব আরিফুল ইসলাম রুবেল, ১নং রাজানগর ইউনিয়নের আহবায়ক জসিম উদ্দিন লিটন, লালানগর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ এরফান, সুমন, সিরাজ, তারেক, ফারুক, সালাউদ্দিন আরজু, বেলাল, মামুন, ছাত্রদলের সভাপতি সাইফু, সিনিয়র যুগ্ম সম্পাদক মোরশেদ প্রমুখ।
ইফতার মাহফিলের বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহবান জানান। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।