ময়মনসিংহে সিনেমা হল ভাঙন:কারন হিসেবে যা জানা গেল

ময়মনসিংহ সংস্কৃতির নগরী হিসেবে বহুল পরিচিত। সংস্কৃতির এই শহরে আনন্দ-বিনোদনের খোরাক হিসেবে ছিল বেশ কয়েকটি সিনেমা হল। সময়ের পরিবর্তনে কমেছে সেই হল গুলোর সংখ্যা। অজন্তা, ছায়াবাণী, অলকা, পূরবী ও সেনা অডিটরিয়াম ছিল সকলের পরিচিত সিনেমা হল। বহু বছর আগেই অজান্তা ও অলকার অস্তিত্ব হারিয়ে বন্ধ হয়ে গেছে । দর্শক স্বল্পতায় বন্ধ রয়েছে সেনা অডিটোরিয়ামও। এবার বন্ধের তালিকায় যুক্ত হচ্ছে দেশের আরেকটি সিনেমা হল। ভেঙে ফেলা হচ্ছে ময়মনসিংহের পূরবী সিনেমা হল। হলটি ভাঙার কাজ শুরু হয়ে গেছে। জানা যায়, হলের জায়গায় মার্কেট বানানোর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। স্বাধীনতার পরপর পূরবী হলটি প্রতিষ্ঠা করা হয়। প্রথমে এর মালিকানা ছিল জমির উদ্দিনের। কিন্তু ২০০২ সালে হলটিতে আলোচিত বোমা হামলার পর হলটি কিনে নেন আব্বাস উদ্দিন। তিনিই এত দিন চালিয়ে আসছিলেন। পূরবী সিনেমা হলটি ভাঙার বিষয়ে ব্যবস্থাপক কাজী দেলোয়ার সাংবাদিকদের বলেন, গত মাস থেকে আমরা হলটি ভাঙছি। এখানে মার্কেট হবে। মার্কেটের নিচতলায় সিনেপ্লেক্সের পরিকল্পনা আছে। তবে তা হওয়া দীর্ঘ সময়ের ব্যাপার।
ময়মনসিংহ শহরে একসময় ছিল জাঁকজমকপূর্ণ পাঁচটি সিনেমা হল। এবার শুধু টিকে রইল ছায়াবাণী। তবে ময়মনসিংহের সংস্কৃতিমনা মানুষের দাবি বিভাগীয় শহরে যেন উন্নতমানের ও সুন্দর পরিবেশ সম্বলিত নতুন সিনেমা হল স্থাপন করা হয়। আরও বলেন, বাংলা সিনেমাকে টিকিয়ে রাখতে হলে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে সিনেমা হলগুলোর প্রতি নজর রাখতে হবে।