নাটোরে ৫ দফা দাবীতে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের কর্মকর্তা কর্মচারিদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম ৭ম পর্যায়ে প্রকল্পের জনবল রাজস্বকরন ও আউট সোসিং ৫ দফা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়। আজ রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারি ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ জেলা শাখার আয়োজনে ৫ দফা দাবীতে এই কর্মসুচি পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু,জেলা জামায়েতের আমীর ড. মীর নুরুল ইসলাম, মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রমের সভাপতি মাওলানা জালাল উদ্দিন, সাধারন সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,সহ সভাপতি মকবুল হোসেন। এ সময় বক্তারা বলেন,আউট সোসিং বাতিল করতে হবে, সকল জনবলকে রাজস্বভূক্ত করতে হবে, কর্মী ও কেয়ারটেকারদের স্কেল ভূক্ত করতে হবে, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করতে হবে, ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদন করতে হবে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবল বকেয়া সহ বেতন ভাতাদি পরিশোধ করতে হবে এই ৫ টি দাবী। ঈদের আগেই আউটসোসিং বাতিল করে তাদের সকল বকেয়া বেতন ও ভাতা প্রদান করার জন্য সরকারের কাছে দাবী জানান। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতের কাছে স্বারক লিপি প্রদান করা হয়।
মোঃ মনজুর রহমান
নাটোর প্রতিনিধিঃ
০১৩১২-৭৭২৪৩৫