বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
আগামীকাল লন্ডনে বৈঠক করবে ইউক্রেনের মিত্ররা কাতারের আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পঞ্চগড়ে গিনি হাউস জুয়েলার্স থেকে ৫০ ভরি স্বর্ণালংকার চুরি সন্দ্বীপে ফেরি সার্ভিস বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহ মেডিকেলে র্যাবের অভিযানে এক নারীসহ ১৪ দালালকে আটক ও জরিমানা ময়মনসিংহ মেডিকেলে র‍্যাবের অভিযানে এক নারীসহ ১৪ দালালকে আটক ও জরিমানা আত্রাইয়ে কেমিস্টস্ এন্ড ড্র্যাগিস্টস্ সমিতি ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা আত্রাইয়ে কেমিস্টস্ এন্ড ড্র্যাগিস্টস্ সমিতি ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা মেঘনা গ্রুপ সাংবাদিকদের কণ্ঠরোধের জন্য তৎপরতা চালাচ্ছে : ময়মনসিংহে মানববন্ধনে বক্তারা মেঘনা গ্রুপ সাংবাদিকদের কণ্ঠরোধের জন্য তৎপরতা চালাচ্ছে : ময়মনসিংহে মানববন্ধনে বক্তারা

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গ্রামের একমাত্র সড়কের অবস্থা বেহাল দশা, ভোগান্তিতে পড়েছেন অত্র অঞ্চলের লাখো মানুষ

মো: শুভ ইসলাম গাইবান্ধা প্রতিনিধি।
প্রকাশিত হয়েছে : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গ্রামের একমাত্র সড়কের অবস্থা বেহাল দশা, ভোগান্তিতে পড়েছেন অত্র অঞ্চলের লাখো মানুষ
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গ্রামের একমাত্র সড়কের অবস্থা বেহাল দশা, ভোগান্তিতে পড়েছেন অত্র অঞ্চলের লাখো মানুষ

গাইবান্ধা সদর উপজেলা ১১ নং গিদারী ইউনিয়ন কাউন্সিলের বাজার হতে গাইবান্ধা পর্যন্ত ১৪ কিলোমিটারের একটি গুরুত্বপূর্ণ সড়ক কাউন্সিল বাজার, গোড়াইন ,তালতলা,মিয়াপাড়া,
আলফালা,বাসিন্দাদের একমাত্র সড়ক। তাছাড়া গাইবান্ধা উপজেলার বেশীরভাগ মানুষজন এ সড়ক দিয়েই চলাচল করে, ১৪ কিলোমিটার সড়কজুড়ে খানাখন্দ ও অসংখ্য ছোট বড় গর্তের কারণে দুর্গম চরাঞ্চলের মানুষ সড়কের পুরোপুরি সুফল পাচ্ছে না।


স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা সদরের মাঝপথে সড়কের বেহাল দশা,
জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতাভুক্ত কামারজানি, গিদারী, গোড়াইন, তালতলা,ও আলফালার আশপাশের লক্ষাধিক মানুষ গাইবান্ধা যাতায়াত করে থাকে। গত পাঁচ বছর ধরে সড়কের সংস্কার কাজ পড়ে থাকায় ১৪কিলোমিটারের বিভিন্ন পয়েন্টে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষায় এসব খানাখন্দে পানি জমে পরিণত হয়েছে মরণফাঁদ, গাইবান্ধা সদরে যেতে হয় ঘুরপথে। জরুরি রোগী হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কৃষকদের উৎপাদিত সবজি ও কৃষিপণ্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ন্যায্য দাম পাচ্ছে না অনেক কৃষক।


স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ঠিকাদার ও এলজিইডির ও গাইবান্ধা আসনের সাবেক এমপি মাহাবুবারা বেগম গিনির ভাতিজা আহসান হাবিব রাজিবের গাফিলতির কারণেই মানুষের এই ভোগান্তি, বাজেটের সমস্ত টাকা মেরে দেয় আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায়, গ্রামবাসী জানায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসক কীর্তিপক্ষ এই বিষয় গুলো খেয়াল রাখে তাহলে আমাদের এই ভোগান্তি হবে না, আর এই রাস্তার কাজ হলে এই এলাকা উন্নত হবে বলে জানায় ভুক্তভোগী গ্রামবাসী,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর