শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের আন্দোলনে বিজয়ের দিন শহীদ হন হতভাগা হাসিবুর আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো:আশরাফুল ইসলাম, চাটমোহর, পা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) পার্শ্বডাঙ্গা ইউনিয়ন খেলার মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন।

ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, চাটমোহর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লিখন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মুন্তাজ আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাস, সদস্য সচিব আজাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, নিমাইচড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হেলাল উদ্দিন, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছহির উদ্দিন স্বপন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন সামনে রেখে আমাদের জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে, জনকল্যাণমুলক কাজ করতে হবে, জনগণের সেবা করতে হবে। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক হবে। সেই নির্বাচনে জনগণ যাতে ধানের শীষে ভোট দেয় তার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করবেন। আপনারা মনে রাখবেন আজকের এই অবস্থায় আসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি দুই বছর জেল খেটেছেন। এক হাজার বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে। পাঁচ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। প্রায় এক লাখ নেতাকর্মীকে কারাগারে রাখা হয়েছে। আর ৭০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এত হত্যা, এত গুম, এত নির্যাতন, এত জেল জুলুমের পরেও আমরা শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে উৎখাত করে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর