হারানো মোবাইল ফোন ফেরত দিয়েছে র্যাব-১৪

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হারানো মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিয়েছে র্যাব-১৪। জানা যায় গত ২৩ মার্চ, ২০২৫ তারিখে ভিভো কোম্পানির ফোনটি হারানোর প্রেক্ষিতে আব্দুল ওয়াহিদ আকন্দ (৪০) থানায় জিডি করেন। এই জিডির ভিত্তিতে র্যাব কাজ শুরু করে। ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে ‘’Lost and Found cell’’ গঠনপূর্বক এর দায়িত্বপূর্ণ এলাকায় প্রযুক্তির সহায়তা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিকের নিকট ২৭ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১:০০টায় হস্তান্তর করা হয়। হারানো ফোনটি পেয়ে মালিক খুশি হয়েছেন এবং র্যাবের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
এ বিষয়ে র্যাবের দায়িত্বরত কর্মকর্তা বলেন, জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাব-১৪। সকলকে সচেতনতা অবলম্বন করার আহ্বানও জানান। তাছাড়া ঈদকে সামনে রেখে চুরি ছিনতাই রোধ করার লক্ষ্যে আইন শৃঙ্খলাবাহিনী বেশ তৎপর রয়েছে।