সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে নিহত ব্যক্তির পরিবারের পাশে জামায়াতের এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার টাপেনটাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত গাইবান্ধার পলাশবাড়ীতে ঝড়ে গাছ পরে বিধ্বস্ত কলেজ, ক্লাস চলছে খোলা আকাশের নিচে সন্দ্বীপে গুপ্তছড়া ফেরিঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএ’র অভিযান। চকলেটের লো-ভ দেখিয়ে ৫ বছরের শি-শু-কে ধ-র্ষ-ণ চে/ষ্টা-র অ-ভি-যো-গে নিজাম উদ্দিন গ্রে-প্তা/র গলাচিপা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা পরশুরামে কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন ঢাকা রেঞ্জের ডিআইজি’র উপস্থিতিতে মাদারীপুর পুলিশ প্রশাসনের বিশেষ অপরাধ ও কল্যাণ সভা অনুষ্ঠিত ভোট এলেই ব্রিজের স্বপ্ন দেখান,পরে আর খবর রাখেন না জনপ্রতিনিধিরা

কলমাকান্দায় শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোণা প্রতিনিধিঃ পলাশ সাহা
প্রকাশিত হয়েছে : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
কলমাকান্দায় শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন ব্যারিস্টার কায়সার কামাল
কলমাকান্দায় শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

বিত্র মাহে রমজান ধরণীতে শান্তির বার্তা পৌঁছে দিয়ে এখন শেষের পথে। বিশ্ববাসীর  দুয়ারে কড়া নাড়ছে খুশির উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দ উদযাপন করতে দেশের মানুষ নানা প্রস্তুতি গ্রহণ করছেন।

এই ঈদকে সামনে রেখে আবারো মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক  সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চার শহীদের  পরিবারের সকল সদস্যকে তিনি ঈদ উপহার প্রদান করেছেন। শুক্রবার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেন।

স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করার জুলাই  আন্দোলনে কলমাকান্দার চার সূর্যসন্তান,মো: আহাদুন,আব্দুল্লাহ আল মামুন,সোহাগ মিয়া এবং মেহেদী হাসান  শহীদ হন। এই চার শহীদের পরিবারের প্রতি  ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে ব্যারিস্টার কায়সার কামাল সর্বদাই পাশে দাঁড়িয়েছেন। এই রমজানের শুরুতেও তিনি পরিবারগুলোকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।

চার শহীদের পরিবারকে দেয়া এবারের ঈদ উপহারের মধ্যে রয়েছে পাঞ্জাবি,পায়জামা, শাড়ি,শার্ট, প্যান্ট,থ্রি-পিসসহ অন্যান্য বস্ত্রসামগ্রী ও ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

এই ঈদ উপহার পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা আনন্দ প্রকাশ করে বলেন,ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দু:খে সবসময়ই আমাদের পাশে দাঁড়ান। এর আগেও তিনি আমাদের নানাভাবে সহযোগিতা করেছেন।  এই উপহার পেয়ে আমরা খুব খুশি।

এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে স্থানীয় সুধীজন বলেন,এটা কেবল কিছু পোশাকের উপহার নয়; এটি তাদের জন্য এক প্রকার সম্মান, মমতা এবং আন্দোলনে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন,শহীদ পরিবারের পাশে দাঁড়ানো হলো আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব । তাঁদের আত্ম বলিদানের জন্য আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি । তাই তাদের পাশে সর্বদাই আমরা আছি এবং থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর