নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী : হেফাজত মহাসচিব

ফিলিস্তিনের গাজায় ঘটে যাওয়া গণহত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব শায়খ সাজিদুর রহমান।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে গ্লোবাল স্টাইক ফর গাজা কর্মসূচির সমর্থনে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক বিক্ষোভ মিছিল শেষে প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
এসময় তিনি বলেন, দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। ধ্বংসযজ্ঞ ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। ইসরায়েলের গণহত্যাকে মানবতাবিরোধী কাজ উল্লেখ করে তিনি বলেন, নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। সব মানুষের জন্য এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো জরুরি। তিনি জিহাদের ডাক দিয়ে প্রয়োজনে ফিলিস্তিন গিয়ে যুদ্ধে অংশ নেওয়া আহ্বান জানান।
এসময় হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এর আগে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে বক্তব্য ও দোয়া মাধ্যমে সমাপ্ত হয়।