মুরাদনগরে গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত কয়েক মাস ধরে গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলা, শিশু-নারী-নিরীহ মানুষদের হত্যাযজ্ঞ, অবরোধ ও মানবিক বিপর্যয় গোটা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। এরই প্রেক্ষাপটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ ৭ এপ্রিল, রবিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেই ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখাও এ কর্মসূচি পালন করে।
মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি বাদ জোহর মুরাদনগর উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃবৃন্দ গাজায় চলমান মানবতাবিরোধী অপরাধের তীব্র প্রতিবাদ জানান এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা জামায়াতের আমির ও কুমিল্লা জেলা সুরা সদস্য আ.ন.ম. ইলিয়াস। তিনি বলেন, “গাজায় নির্বিচারে শিশু, নারী ও সাধারণ জনগণকে হত্যা করা হচ্ছে। অথচ বিশ্ববিবেক নিরব! এই অন্যায়কে রুখে দিতে হবে আমাদের সম্মিলিত প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যমে।”
উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জনাব ইউছুফ হাকিম সোহেল। তিনি বলেন, “ইসরায়েল রাষ্ট্র আজ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতিটি ধারা লঙ্ঘন করছে। মুসলিম জাতির উচিত ঐক্যবদ্ধ হয়ে এই বর্বরতা রুখে দাঁড়ানো। বাংলাদেশ সরকারকেও অবিলম্বে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানাতে হবে এবং জাতিসংঘে জোরালো ভূমিকা রাখতে হবে।”
এছাড়া আরো উপস্থিত ছিলেন মুরাদনগর সদর ইউনিয়ন জামায়াতের আমির জনাব মাহাবুব আলম মুন্সি, মুরাদনগর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু বক্কর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুরাদনগর শাখার নেতা জনাব খোরশেদ আলম এবং মুরাদনগর সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্ময়।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, তা সভ্যতার জন্য চরম হুমকি। প্রতিদিন যেখানে শিশুরা খুন হচ্ছে, নারীরা ধর্ষিত হচ্ছে, হাসপাতাল ও স্কুলে বোমা বর্ষণ হচ্ছে—সেখানে নীরব থাকা অপরাধের সামিল। তারা বলেন, এই নির্যাতনের বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে মানবতা ধ্বংস হয়ে যাবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অবিচারের বিরুদ্ধে এবং নির্যাতিত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এই বিক্ষোভ কোনো দলীয় ইস্যু নয়, এটি মানবতার ইস্যু। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং বিশ্বসম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করে তারা বলেন, অবিলম্বে ইসরায়েলের বর্বরতা বন্ধ করতে হবে এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে মুরাদনগর জামায়াত একটি মানবিক ও ঐক্যবদ্ধ বার্তা পৌঁছে দেয় – “গাজা তুমি একা নও, আমরা আছি তোমার সাথে।”