ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বস্তা রিং জাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বস্তা রিং জাল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কান্দিপাড়া মাদরাসা রোডে অভিযান চালিয়ে একটি কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যান থেকে এসব রিং জাল জব্দ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুক্তা গোস্বামী এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, কুরিয়ার সার্ভিসের পিকআপে করে নিষিদ্ধ ঘোষিত রিং জাল এসেছে, এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ভ্যানে তল্লাশি করে ১০টি প্লাস্টিকের বস্তায় রাখা রিং জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান জানান, এই চায়না রিং জালে ছোট ছোট মাছ ছাড়াও বিভিন্ন পোকামাকড়, সরীসৃপ, কীটপতঙ্গ, জলজ প্রাণী আটকা পড়ে। যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালগুলো ব্যবহার নিষিদ্ধ বিধায় জব্দ করা হয়। আইন অনুযায়ি জব্দকৃত জাল পুড়িয়ে দেয়া হবে।