৪বছরের শিশু ভাগ্নীকে ধ”র্ষ”ণ চেষ্টা মা.ম.লা.য় সৎ মামা কা’রা’গা’রে।

ঝিনাইদহের মহেশপুরে ৪বছরের শিশু ভাগ্নীকে ধর্ষের চেষ্টায় সৎ মামা সোহেল গেপ্তার। সোমবার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মেধা
অভিযুক্ত শাওন মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের আমির হোসেনের ছেলে
এর আগে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ভুট্টা খেতে নিয়ে গিয়ে চার বছরের শিশু ভাগ্নীকে ধর্ষনের চেষ্টা করে সৎ মামা শাওন।
রবিবার রাতে শিশুটির বাবা মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন এবং ওই দিন রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকেন শিশুটি। ঘটনার দিন মা ও নানি ভুট্টা খেতে গিয়েছিলেন সে সময় শিশুটি মা ও নানীকে খুঁজতে গেছিলেন এবং ওই সময় ধর্ষণের চেষ্টা চালায় শাওন।এ সময় শিশুটি চিৎকার করতে থাকলে ঘটনাস্থলে এগিয়ে আসে মা ও নানি এবং ততক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শাওন।
ভুক্তভুগি শিশুটির বাবা জানান তিনটি বিয়ে করায় তার স্ত্রী তার কাছে থাকেন না।৪ বছরের শিশুটিকে নিয়ে তার শাশুড়ির বাড়িতে থাকেন।
মহেশপুর থানার ইনচার্জ ফয়েজ উদ্দিন মেধা জানান অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।