ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যা, নারী ও শিশু হত্যার প্রতিবাদে সারা দেশের ন্যায় সরিষাবাড়ীতেও প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ সরিষাবাড়ী পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি , সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন,
“ইসরাইলের এই বর্বরতা মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্বের সব মুসলিম দেশ এবং মানবাধিকারে বিশ্বাসী রাষ্ট্রগুলোকে এই গণহত্যা থামাতে সোচ্চার হতে হবে।”
তারা আরও বলেন,
“বাংলাদেশের ছাত্র সমাজ কখনো জুলুম, নির্যাতন, দখলদারিত্বকে মেনে নেয়নি। জাতীয়তাবাদী ছাত্রদল ফিলিস্তিনের পক্ষে এবং দখলদার ইসরাইলের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে।”
পরে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।