সরাইলে কৃষি জমি ও পুকুরে
বালু ফেলায় জরিমানা
শিরোনাম
সরাইলে কৃষি জমি ও পুকুরেবালু ফেলায় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বালু দিয়ে কৃষি জমি ও পুকুর ভরাট করার অভিযোগে মো. জহিরুল ইসলাম (৪০) এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও মোশারফ হোসাইন জানান, কৃষি জমি ও জমির পাশে থাকা পুকুর বালু দিয়ে ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জহিরুল নামে একজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি যেটুকু ভরাট করা হয়েছে সেটি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর