গাইবান্ধা জেলায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ ইং পালিত

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয়- “সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম”এর আলোকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে সারা দেশের প্রতিটি শাখা কে বাংলাদেশ স্কাউটস সদর দপ্তর আহবান জানিয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে আজ গাইবান্ধা জেলা স্কাউটস এর আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ ইং পালন, আলোচনা অনুষ্ঠান, র্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপন করা হয়।
মোঃ মিনহাজুর রহমান নয়ন (সহকারী কমিশনার- বাংলাদেশ স্কাউট গাইবান্ধা জেলা) এর সঞ্চালনায়, মোঃ সাইফুল ইসলাম (এ.এল.টি প্রতিনিধি- বাংলাদেশের স্কাউট) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
জনাবা মোছাঃ শারমিন আক্তার – অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধা জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
জনাব মোঃ আব্দুল মালেক সরকার-জেলা সম্পাদক, বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা।
জনাবা মোছাঃ রাশেদা বেগম-কমিশনার, বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা।
জনাব মোঃ রেজাউল করিম-উপজেলা সম্পাদক, বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা সদর উপজেলা।
জনাব মোঃ সামিউল ইসলাম শাকিব -যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা।
জনাব মোঃ জাহিদ হোসেন জিমু-সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা এবং জেলা প্রতিনিধি – দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকা ও ইটেন প্রাইম টিভি গাইবান্ধা।
জনাবা মোছাঃ কোহিনুর খাতুন-সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা।
জনাব মোঃ খোরশেদ মিয়া-সহযোজিত সদস্য, বাংলাদেশের স্কাউটস গাইবান্ধা জেলা।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার বিভিন্ন স্কুল-কলেজের কাব স্কাউট,স্কাউট ও রোভার বৃন্দ।

উপস্থিত বক্তারা বলেন —
বাংলাদেশে স্কাউটিং কার্যক্রম শুরু হয় ১৯৭২ সাল থেকে। ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় সবাই মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ বয় স্কাউট সমিতি। পরবর্তীতে বিশ্ব স্কাউট সংস্থা ১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫ তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। পরে ১৯৭৮ সালের ১৮ই জুন সমিতির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস।
প্রথম থেকেই বাংলাদেশ স্কাউটস দেশের প্রতিটা ক্রান্তিলগ্নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে সুন্দর ও সমৃদ্ধ স্মার্ট করতে প্রতিনিয়ত কাজ করে যাবে বাংলাদেশ স্কাউটস।