শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
অপেক্ষা বাড়ল বাংলাদেশের; বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের মাগুরা মেডিকেল কলেজ বন্ধের গুজব উড়িয়ে দিলেন শফিকুল আলম শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা। নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৯০ জন আটক  বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ  প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ

গাইবান্ধা জেলায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ ইং পালিত

মোঃ শুভ ইসলাম গাইবান্ধা সদর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
গাইবান্ধা জেলায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ ইং পালিত।
গাইবান্ধা জেলায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ ইং পালিত।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয়- “সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম”এর আলোকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে সারা দেশের প্রতিটি শাখা কে বাংলাদেশ স্কাউটস সদর দপ্তর আহবান জানিয়েছে।


এরই পরিপ্রেক্ষিতে আজ গাইবান্ধা জেলা স্কাউটস এর আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ ইং পালন, আলোচনা অনুষ্ঠান, র‍্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপন করা হয়।
মোঃ মিনহাজুর রহমান নয়ন (সহকারী কমিশনার- বাংলাদেশ স্কাউট গাইবান্ধা জেলা) এর সঞ্চালনায়, মোঃ সাইফুল ইসলাম (এ.এল.টি প্রতিনিধি- বাংলাদেশের স্কাউট) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
জনাবা মোছাঃ শারমিন আক্তার – অতিরিক্ত জেলা প্রশাসক, গাইবান্ধা জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
জনাব মোঃ আব্দুল মালেক সরকার-জেলা সম্পাদক, বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা।
জনাবা মোছাঃ রাশেদা বেগম-কমিশনার, বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা।
জনাব মোঃ রেজাউল করিম-উপজেলা সম্পাদক, বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা সদর উপজেলা।
জনাব মোঃ সামিউল ইসলাম শাকিব -যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা।
জনাব মোঃ জাহিদ হোসেন জিমু-সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা এবং জেলা প্রতিনিধি – দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকা ও ইটেন প্রাইম টিভি গাইবান্ধা।
জনাবা মোছাঃ কোহিনুর খাতুন-সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা।
জনাব মোঃ খোরশেদ মিয়া-সহযোজিত সদস্য, বাংলাদেশের স্কাউটস গাইবান্ধা জেলা।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার বিভিন্ন স্কুল-কলেজের কাব স্কাউট,স্কাউট ও রোভার বৃন্দ।

উপস্থিত বক্তারা বলেন —
বাংলাদেশে স্কাউটিং কার্যক্রম শুরু হয় ১৯৭২ সাল থেকে। ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় সবাই মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ বয় স্কাউট সমিতি। পরবর্তীতে বিশ্ব স্কাউট সংস্থা ১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫ তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। পরে ১৯৭৮ সালের ১৮ই জুন সমিতির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস।

প্রথম থেকেই বাংলাদেশ স্কাউটস দেশের প্রতিটা ক্রান্তিলগ্নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে সুন্দর ও সমৃদ্ধ স্মার্ট করতে প্রতিনিয়ত কাজ করে যাবে বাংলাদেশ স্কাউটস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর