ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এক পরীক্ষার্থী পাবে অতিরিক্ত ৩০ মিনিট সময়

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। এ বছর ১ লাখ ৬ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। বোর্ডের অধীনে চারটি জেলায় ১৫৬ টি কেন্দ্রে এ বছরের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বোর্ড সুত্রে জানা যায়, বিশেষ চাহিদা সম্পন্ন ১জন পরীক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষার্থীর নাম মোঃ মারুফ হাসান শিহাব। মোঃ মঞ্জুরুল হাসান ও মোছাঃ খুর্শিদা খাতুন দম্পতির ছেলে। তিনি ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিবেন। শিহাবের প্রতিষ্ঠান প্রধানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী হওয়ায় বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার জন্য পরীক্ষা পরিচালনা নীতিমালা- ২০২৫ এর ৪ (৮) অনুচ্ছেদ অনুযায়ী ৩০ (ত্রিশ) মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল)পরীক্ষা নিয়ন্ত্রক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ-এর প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ বিষয়টি সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।