রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে গুরুদাসপুরে মতবিনিময় সভায় দু’গ্রুপের সংঘর্ষ পটুয়াখালী এলএ শাখার চিহ্নিত দালালদের লাগাম টানার কেউ নেই, অফিস কর্তৃপক্ষ নিরব আটোয়ারী উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল শিক্ষক কর্মচারী ঐক্য জোট পিরোজপুর সদর উপজেলার উদ্যোগে র‍্যালী ও ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঝিঁনাইদহের মহেঁপুর সিমান্তে ফেনসিডিল সহ ১৭ জন কে আ/ট/ক করে মহেঁশপুর (৫৮) বিজিবি ট্রাক-পিকআপসহ আড়াই কোটি টাকার ভারতীয় ছাগল-দুম্বা আটক সিরাজগঞ্জে হিন্দু ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শাখা বগা সেতুর বাস্তবায়নের দাবিতে মানববন্ধন খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সার্বজনীন সাংস্কৃতিক অনুষ্ঠান নাসিরনগরে পলাতক যুবলীগ নেতা গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায়

শফিকুল ইসলাম (ময়মনসিংহ)
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায়
ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায়

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ পৌরসভার কর আদায়ের ক্ষেত্রে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। চলতি অর্থবছরে পৌরসভায় রেকর্ড পরিমাণ কর আদায় হয়েছে। যা বিগত বছরের তুলনায় বেশি। জানা যায়, গত বছরের তুলনায় প্রায় ৪৬ শতাংশ বেশি কর আদায় হয়েছে। আগের বছর যেখানে কর আদায়ের পরিমাণ ছিল ৫৪ লাখ টাকা, এইবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি টাকারও বেশি।

এই সাফল্যের মূল চালিকাশক্তি ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেনের নেতৃত্বে গৃহীত বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সৎ ব্যবহার। কর আদায় প্রক্রিয়ার সহজ পদ্ধতি চালু এবং নিয়মিত প্রচারণা চালানোয় জনগণের মাঝে কর প্রদানে আগ্রহ ও সচেতনতা বেড়েছে।

গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্থানীয় জনপ্রতিনিধি, কর বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ। নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার ব্যবহারের মাধ্যমে ‘কর প্রদানকারীদের’ জন্য প্রক্রিয়াটি সহজতর করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, “আগে কর দিতে নানা ভোগান্তি হতো, এখন বিষয়টি অনেক সহজ হয়েছে। প্রশাসনের স্বচ্ছতা ও সহযোগিতা আমাদেরকে আগ্রহী করে তুলেছে। আমরা বুঝতে পারছি, যে এই অর্থই আমাদের এলাকার উন্নয়নে ব্যবহার হচ্ছে।”

ঈশ্বরগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী রাজিব আহমেদ বলেন, আমাদের বর্তমান পৌর প্রশাসক মহোদয় পৌরসভার দায়িত্ব নেয়ার পর থেকে তার দূরদর্শিতা, কর্মদক্ষতা ও পরিশ্রমের সুফল ভোগ করছে ঈশ্বরগঞ্জ পৌরবাসী। স্যারের দিকনির্দেশনায় আমরা গত ৭ মাসে প্রায় ১ কোটি টাকা কর আদায় করতে সক্ষম হয়েছি যা ইতিমধ্যে ২৬ বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক (ভূমি কর্মকর্তা) ইকবাল হোসেন এই অর্জন সম্পর্কে বলেন, “এটি নিঃসন্দেহে ঈশ্বরগঞ্জ পৌরসভার জন্য একটি বড় অর্জন। নাগরিকদের মধ্যে কর প্রদানে যে সচেতনতা সৃষ্টি হয়েছে, তা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই এই ধারা আগামী দিনগুলোতেও বজায় থাকুক।

কর আদায়ের সফলতার বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সফলতা নির্ভর করে টিম ওয়ার্কিং এবং আন্তরিকতার উপর। আমি যোগদানের পর টিমওয়ার্কের উপর বেশি গুরুত্ব দিয়েছি। এতে সবাই মিলে আন্তরিকতার সাথে কাজ করেছে এজন্যই এ সফলতা অর্জিত হয়েছে।

ঈশ্বরগঞ্জ পৌরসভার এই রেকর্ড সাফল্য কেবল স্থানীয় পর্যায়েই নয়, বরং দেশের অন্যান্য পৌরসভার জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

কর আদায়ে কেন ব্যর্থ ছিল সাবেক মেয়র মোঃ আব্দুস ছাত্তার এ নিয়ে ইতিমধ্যে সচেতন মহলে সমালোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর