শিরোনাম: মুরাদনগরে বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইদ্রিস গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে থানায় হামলা, ছাত্রনেতাদের উপর মারধর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া দুইটি মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইদ্রিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সূত্রপাত গত ২৪ মার্চ, যখন কোম্পানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক নেতা আবুল কামালকে আটক করে পুলিশ। এরপর ওইদিন সন্ধ্যায় আটককৃত ব্যক্তিকে ছাড়িয়ে নিতে থানায় হামলার অভিযোগ ওঠে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটে।
এসব অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের হয়। প্রথম মামলায়, থানায় হামলা ও পুলিশের উপর আক্রমণের অভিযোগ এনে মুরাদনগর থানার উপ-পরিদর্শক আলী আক্কাস বাদী হয়ে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকে প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়। দ্বিতীয় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু ফয়সাল, যেখানে শ্রমিক নেতা আবুল কামালকে প্রধান আসামি করে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়।
এই দুটি মামলায় এখন পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেনকে ১ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।