শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
অপেক্ষা বাড়ল বাংলাদেশের; বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের মাগুরা মেডিকেল কলেজ বন্ধের গুজব উড়িয়ে দিলেন শফিকুল আলম শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা। নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৯০ জন আটক  বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ  প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ

আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।

শাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।
আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।

আজ ১২ এপ্রিল শনিবার, সন্দ্বীপে অনুষ্ঠিত কর্মি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান বলেন বলেন, ৫৩ বছরে দেশের মানুষ অনেক সরকারের শাসন দেখেছে। এখন দেখতে বাকী জামায়াতের শাসন। নতুন বাংলাদেশ গড়তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াত সহযোগিতা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকে আছে এখনই নির্বাচন দিয়ে ক্ষমতায় বসতে চায়। কিন্তু আমরা বলেছি, যেসব জায়গায় বিগত পনের বছরের জঞ্জাল রয়েছে সেগুলো আগে পরিষ্কার করে,আওয়ামী লীগের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। দেশবাসী আর ২০১৪, ২০১৮ আর ২০২৪ এর মতো কোন নির্বাচন দেখতে চায়না। বিগত তিনটি নির্বাচনে আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশলীগ মানুষকে ভোট দিতে দেয়নি। আর কোনদিন তেমন নির্বাচন এদেশের মানুষ দেখতে চায়না। দেশবাসী চায় একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।
শনিবার (১২ এপ্রিল ) সকালে সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত কমী সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এর সভাপতিত্বে সেক্রেটারি সঞ্চালনায় প্রথান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান, প্রথান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর আলহাজ্ব শাহাজাহান চৌধুরী, বিশেষ আতিথির বক্তব্য রাখেন সাবেক উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও কেন্দ্রীয় মসলিসে শুরার সদস্য সন্দ্বীপ থেকে জামায়াত মনোনীত প্রার্থী আলাউদ্দিন সিকদার, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম,ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম রনি, উত্তর জেলা সভাপতি শওকত আলী, জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য ইউসুফ বিন বক্কর, আব্দুল কুদ্দুছ,জসিমুদ্দীন
আজাদ,মাওলানা মুহিউদ্দীন,জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার নায়েবে আমীর এ এম এম রফিকুল মাওলা, সহকারী সেক্রেটারি এ এস এম হালিম উল্যাহ, অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খান, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ ইকবাল হোসাইন, ফরিদ উদ্দিন নিজামী, ইলিয়াছ হায়দার,গোলাম মাওলা শিমুল,মাহবুল মাওলা রিপন, ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলা সভাপতি মোহাম্মদ জিয়াউল হাসান প্রমুখ।
প্রধান বক্তা আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষকে দিকনির্দেশনামূলক পথ খুঁজে দিয়েছে শহীদ আবরারের শাহাদাতের মাধ্যমে। ১ হাজার ৫৮৩ জন দামাল ছেলে ৩৬ জুলাই রক্ত দিয়েছে। যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা আর অতীতে ফিরে যেতে চাই না। বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, উন্নয়নমূলক, ন্যায় ইনসাফ এবং কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। এবং আগামী সংসদ নির্বাচনে সন্দ্বীপ গণমানুষের নেতা চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদারকে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর