নববর্ষে মুক্তি পেলো শওকত শোভনের পারিবারিক দ্বন্দ্ব নিয়ে ওয়েব সিরিজ ননসেন্স

বাংলা নববর্ষ উপলক্ষে অভিনেতা শওকত শোভন অভিনিত নতুন ওয়েব সিরিজ ননসেন্স মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। শহর কেন্দ্রিক পারিবারিক দ্বন্দ্ব ও পারিবারিক গল্প কে ৬ পর্বের ধারাবাহিক সিরিজে তুলে ধরেছেন নির্মাতা রাকেশ বসু।
সিরিজের গল্প নিয়ে নির্মাতা রাকেশ বসু বলেন, একই অ্যাপার্টমেন্টে থাকা দুটি ভিন্ন চিন্তাধারার পরিবারের গল্প নিয়ে এটি তৈরি। গল্পটি শুরু হয় মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে, যিনি সবার মন জুগিয়ে চলতে পছন্দ করেন। হঠাৎ কোনো এক ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। কেন সেই দ্বন্দ্ব এবং কী সেই ঘটনা, সে গল্পই দেখা যাবে সিরিজে।
ননসেন্স’ ওয়েব সিরিজ টি তে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার,জাকিয়া বারী মম, আইশা খান, শওকত শোভন, নাজিবা বাশার, মিলি বাশার, মাহা, সাইমন ও টনি মাইকেল গোমেজ প্রমুখ।
নির্মাতা রাকেশ বসুর এটা প্রথম ওয়েব সিরিজ সাথে অভিনেতা শওকত শোভন ও প্রথম বারের মতো অভিনয় করেছেন এই ননসেন্স ওয়েব সিরিজ টি তে।
ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজে অভিনয় করতে পেরে অভিনেতা শওকত শোভন বলেন, ‘আমার জীবনে আমি কখনোই রাজনৈতিক কোনো কিছুর সাথে যুক্ত ছিলাম না! কিন্তু এই গল্পে আমাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনারা দেখতে পাবেন! কঠিন ছিল, কিন্তু ডিরেক্টর আর পুরো টিমের সাপোর্টে আমি কাজটা করতে পেরেছি! এখন বাকি কথা আমার অডিয়েন্স ফিডব্যাক দেবেন — আমি আসলেই কেমন করেছি। আমি চাই আমার ভালো-মন্দ দুটোই আপনারা আমাকে জানাবেন। কোথাও ভুল হলে সেটাও বলবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো।