শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর মায়ের দোয়ায় মোড়ানো এক দূর দেশের যাত্রা সরিষাবাড়ীতে শিক্ষার্থীকে ধর্ষণ, মৃত সন্তান প্রসব, ধর্ষক গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ি পৌর শাখার উদ্যোগে দাওয়াতি গণসংযোগ আত্রাইয়ে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সুধী সমাবেশ ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার : তৌহিদ সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের প্রতারক আওয়ামী লীগ নেতার শাস্তির দাবীতে মানববন্ধন নাসিরনগরে দুই কেজি গাঁজা ও মোটর সাইকেল সহ মাদক কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশুকে টঙ্গীতে জবাই করে হত্যা

৬ দফা দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

শফিকুল ইসলাম ,ময়মনসিংহ
প্রকাশিত হয়েছে : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
৬ দফা দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ
৬ দফা দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

পূর্বঘোষিত ছয় দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়ন না হওয়ায় সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ আন্দোলন।
১৬ এপ্রিল বেলা ১১ টায় ময়মনসিংহ পলিটেকনিক শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসের সামনে থেকে কর্মসূচি শুরু করেন। কিছু সময় পর ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাস মোড়ে গিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। কর্মসূচিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সব সেশনের শিক্ষার্থী যোগ দিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এর আগেও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছিল। মানববন্ধন-সমাবেশ করা হয়েছিল, কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যে কারনে আবারও রাস্তায় নামতে হয়েছে। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগানে উত্তাল ছিল বাইপাস মোড়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে
প্রথম দাবি: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

দ্বিতীয় দাবি: ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে করতে হবে।

তৃতীয় দাবি: উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীদের চতুর্থ দাবি: কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোয় অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ ও সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

পঞ্চম দাবি: স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে।

আর সবশেষ অর্থাৎ ষষ্ঠ দাবি: পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের বিক্ষোভের কারনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক,বাইপাস মোড় থেকে ব্রীজমোড় সড়ক, মুক্তাগাছা-ফুলবাড়িয়া সড়ক ও ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল অভিমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভের সময় বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। এ সময় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন দিঘারকান্দা বাইপাস মোড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা। প্রায় ৪ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ সব সড়কে যান চলাচল শুরু হয়েছে। সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করবে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর