শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিবগঞ্জে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কোটি টাকার ইয়াবা লুট করেছে কক্সবাজারে,নৈপথ্যে ছদ্মবেশী রবিউল! আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা শহীদ মুজাহিদের মা-বাবা অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা বাজার পরিষ্কার পরিছন্নতা ও ড্রেনের কাজ চলমান মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চুরি হয়ে গেছে ৬ মাসের শিশু বাচ্চা স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী: পুটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মৌসুমীর

ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা
ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা

মানবিক উদ্যোগের অংশ হিসেবে সাধারণ মানুষের সুবিধার্থে নেত্রকোণার দুর্গাপুরে চলাচলকারী অটো ও ইজিবাইকের টোল ফ্রি করে দিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। নিজ তহবিল থেকে তিনি ইজারাদারের সমস্ত অর্থ পরিশোধ করেছেন।

বৃহস্পতিবার দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন স্পটে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিষয়টি বাস্তবায়নে কাজ করেন। এসময় তারা অটো ও ইজিবাইক চালকদের সাথে কথা বলে টোল ফ্রি করার বিষয়টি অবগত করেন।

এই উদ্যোগের ফলে অটো ও ইজিবাইকে চলাচল করে সুবিধা পাবেন সাধারণ মানুষ। আগের তুলনায় এসব বাহনে ভাড়া কমবে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুর্গাপুরের প্রেসক্লাব মোড়ে অটোচালক আল আমিন জানান,এটি খুব প্রশংসনীয় একটি উদ্যোগ।  তিনি বলেন,আগে টোল দিতে হতো,তাই যাত্রীদের কাছ থেকে যে ভাড়া নেয়া হতো তার তুলনায় ভাড়া এখন কমবে।

দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন সড়কে টোল ফ্রি করার বিষয়টি নিয়ে চালকদের অবগত করছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার। তিনি বলেন, গত পহেলা বৈশাখ থেকে অটো,ইজিবাইক ইজারা চালু হয়। দুর্গাপুরের সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্রীয়  বিএনপির আইন বিষয়ক সম্পাদক, জননেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাই উনার নিজ তহবিল থেকে ইজারাদারের টাকা পরিশোধ করে অটো, ইজিবাইকের টোল ফ্রি করে দিয়েছেন। এর সুফল ভোগ করবেন সাধারণ মানুষ। চমৎকার এই কাজে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত।

বিষয়টি নিয়ে ইজারাদার ও উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ ওসমান গণি বলেন,যাত্রীসাধারণের কথা ভেবে ব্যারিস্টার কায়সার কামাল সাহেব নিজ তহবিল থেকে ভর্তুকি দিয়ে অটো ও ইজিবাইকের টোল ফ্রি করে দিয়েছেন। আমরা আজ অটোচালক ভাইদের বিষয়টি অবগত করলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলিউল আজিম, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, যুগ্ন আহ্বায়ক সাখাওয়াত হোসেন সজিব,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাতুল খান রুদ্র, জোবায়ের হোসেন আব্বাসী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর