সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলাসহ কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ ধরা ও শিকার করা নিষিদ্ধ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি হারে ফোর্স নেয়ার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার একনেকে ১৩ হাজার ৫২৫ কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা স্থানীয় সরকার সংস্কার কমিশনের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক নেপালে স্বর্ণের খোঁজে বাংলাদেশ টেবিল টেনিস দল গাজার উদ্ধারকর্মীরা বলছেন, ই স রা ইলি বিমান হাম লা য় ২৫ জন নি হ ত হয়েছে প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

সন্দ্বীপে সামান্য বৃষ্টিতেই আমতলী সড়কটি কাদা-পানিতে একাকার, ছাত্র ছাত্রীদের দুর্ভোগ।

শাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
সন্দ্বীপে সামান্য বৃষ্টিতেই আমতলী সড়কটি কাদা-পানিতে একাকার, ছাত্র ছাত্রীদের দুর্ভোগ।
সন্দ্বীপে সামান্য বৃষ্টিতেই আমতলী সড়কটি কাদা-পানিতে একাকার, ছাত্র ছাত্রীদের দুর্ভোগ।

সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া সড়কের পাশে হারামিয়া ৯ নং ওয়ার্ড ও মুছাপুর ১ নং ওয়ার্ডের আমতলী (প্রকাশ আনন্দ পাঠশালা সড়ক) সড়কের সামান্য ১০০ মিটার রাস্তায়
সামান্য বৃষ্টিতে কাদা-পানিতে একাকার হয়ে যায়। এরপর যানবাহন, স্কুল শিক্ষার্থী, অফিস গামী মানুষ ও পথচারীদের চলাচলে দেখা দেয় মারাত্মক সমস্যা। জমাট পানি বের হওয়ার সু-নিদিষ্ট ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাষণ বন্ধ রয়েছে। পথচারীরা বলেন, আশপাশের বাসা-বাড়ির চেয়ে সড়কটি নিচু ১০ মিনিট বৃষ্টি হলেই পানি ও কাদায় একাকার হয়ে যায় সড়কটি। এতে দেখা দেয় মহা জনদুর্ভোগ। এছাড়া হালকা বৃষ্টি হলে সড়কে পানি জমে থাকে। ভারি বৃষ্টিতে পুরো রাস্তা তলিয়ে যায়। সরেজমিনে দেখা যায়,
আমতলী সড়কের (প্রকাশ আনন্দ পাঠশালা সড়ক) দুই পাশ সামান্য রাস্তা দীর্ঘদিন পর্যন্ত পাকাকরণের অভাবে ১০০ মিটার রাস্তায় চলাচল একাবারে অনুপযোগী হয়ে পড়ে। এবং রাস্তার উভয় পাশের কোন পাশ দিয়ে পানি বের হওয়ার তেমন কোন ব্যবস্থা নাই।ফলে প্রধান সড়ক থেকে পুরো সড়কটি পানি ও কাদায় একাকার হয়ে আছে। থেমে থেমে চলে যানবাহন। সাবধানে চলছে পথচারীরা। পুরো সড়কটি পানি, মাটি, বালি এবড়োথেবড়ো হয়ে আছে। পথচারীরা বলেন কর্তৃপক্ষর গাফলতির কারনে জমাট কাদা-পানিতে বিভিন্ন এলাকা থেকে
মানুষের ভোগান্তি আরও চরম আকার ধারণ করেছে। ভ্যান চালকরা বলেন, হালকা বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে যায় । যখন বেশি বৃষ্টি হয় তখন গাড়ি চলাচলই দায় হয়ে পড়ে এ সড়কে। এতে এলাকার সাধারণ মানুষ, পথচারী, স্থানীয় বাজারের দোকানিদের অনেক কষ্ট করতে হয় এই পথ দিয়ে যেতে। তাই অবিলম্বে সড়কটি সংস্কার ও পানি প্রবাহের জন্য ব্যবস্থা করার জন্য স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসন সহ কর্তৃপক্ষের নিকট দাবি জানান পথচারী সর্ব সাধারন জনগন।
এই সড়কের পাশে রয়েছে মুছাপুর মাস্টার পাড়া সুরেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্দ্বীপের হিন্দু ধর্মলম্বীদের সর্ব বৃহৎ মন্দির সত্যনারায়ন ধাম, ও বীরেশ্বরি কালী বাড়ি মন্দির, সন্দ্বীপের বেসরকারি পর্যায়ের আলোচিত স্কুল সন্দ্বীপ আনন্দ পাঠশালা ও সন্দ্বীপ মেডিকেল সেন্টার।
এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম কে ফোন করা হলে মোবাইল রিসিভ করেন নি।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন সড়কের কাঁদা অংশ টুকু আমি দেখেছি, এলজিইডি কে আমি অবহিত করব, এ মুহূর্তে রাস্তা সংস্কারের কোন প্রজেক্ট আছে কিনা, এবং রাস্তাটির কাঁদা অংশ টুকু সংস্কারের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর