মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১৬৩০ মামলা রাজৈর পল্লী উন্নয়ন সমবায় সমিতির নবনির্বাচিত চেয়ারম্যানের অফিসে যোগদান চাটমোহরে ৩০ বস্তা ও এমএস এর চাল আটক করলো জনতা পরে নিলামে বিক্রি সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু গ্রেফতার  ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন শ্রেয়াস, ইশান সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি পান করে ৩ মহিষের মৃ/ত্যুর অভিযোগ সন্দ্বীপে কালাপানিয়া হাই স্কুল সড়ক বেহাল: দুর্ভোগে ৪ হাজার মানুষ আর্থিক সংকট ও অনিশ্চয়তায় দিন কাটছে শহীদ নাজমুলের স্ত্রীর সকল নারীর সুরক্ষা বাড়াতে অন্তর্ভুক্তির সুপারিশ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার

চাটমোহরে ৩০ বস্তা ও এমএস এর চাল আটক করলো জনতা পরে নিলামে বিক্রি

আশরাফুল ইসলাম (চাটমোহর পাবনা) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
চাটমোহরে ৩০ বস্তা ও এমএস এর চাল আটক করলো জনতা পরে নিলামে বিক্রি
চাটমোহরে ৩০ বস্তা ও এমএস এর চাল আটক করলো জনতা পরে নিলামে বিক্রি

ভাঙ্গুরা উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন এর ওএমএস এর ডিলার শিপেন শীলের কাছ থেকে ৩০ বস্তা ওএমএস এর চাল চাটমোহরে বিক্রি করতে নিয়ে এসে জনতার হাতে আটক হয় ভ্যানচালক। ঘটনাটি ঘটে ২১ এপ্রিল সোমবার দুপুর একটার দিকে।

ভ্যানচালক আব্দুর রাজ্জাক জানান, অষ্টমনিষা থেকে এই চাল তিনি নিয়ে চাটমোহর রেল বাজারে কুদ্দুস নামে এক মিল মালিকের কাছে যাচ্ছেন। যেখানে এই চালগুলো বিক্রি করা হয়েছে। তবে এগুলো সরকারি চাল কিনা তা তিনি বলতে পারেন নি।
পরে ঘটনাস্থলে উপস্থিত হন নিজেকে অষ্টমনীষা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক পরিচয় দানকারী সেলিম রেজা, তিনি জানান বিভিন্ন মানুষের কাছ থেকে এই চাল তিনি ক্রয় করেছেন এবং চাটমোহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছেন এই চাল। তবে কাদের কাছ থেকে এই ৩০ বস্তা চাল তিনি ক্রয় করেছেন তার কোন সদ উত্তর দিতে পারেননি। এক পর্যায়ে পাবনা, চাটমোহর ও ভাঙ্গুরার বিভিন্ন দলীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংবাদকর্মীদের সাথে কথা বলিয়ে দেন আটককারিদের। তারা এই মালামাল ছেড়ে দেওয়ার জন্যও অনুরোধ করেন সাধারণ মানুষকে।

তবে সেখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংবাদ কর্মী ও সাধারণ মানুষ অনুরোধ উপেক্ষা করে জানায়, অপরাধ করলে তার বিচার পেতেই হবে। সরকারি চাল, যেটা গরিব মানুষের হক সেটা কেউ মেরে খেতে পারবে না।

বিষয়টি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করলেন তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারি চাল জব্দ করেন। কোন মালিক না পাওয়ায় এই ৯০০ কেজি চাল ৩০ হাজার টাকা মূল্যে নিলাম এর মাধ্যমে বিক্রয় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, ভ্যানচালক নির্দোষ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ও এম এস এর চালের কোন মালিক না থাকায় চালগুলো ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে রাজস্ব হিসেবে জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর