ট্রেন থেকে ৯ লাখ টাকার ভারতীয় আতশবাজি উদ্ধার

চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাতে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবিরতিকালে অভিযান চালিয়ে এসব আতশবাজি উদ্ধার করে পুলিশ।
আতশবাজির এ চালান কুমিল্লা থেকে কিশোরগঞ্জ নেওয়ার জন্য মাছ হিসেবে বুকিং দেওয়া হয়েছিলো। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মালবাহী বগিতে তল্লাশি চালিয়ে দশ বস্তা ভর্তি কিং কোবরা নামের ৮৯০০ প্যাকেট ও কালার সিলেকশন ৮০ প্যাকেট আতশবাজি উদ্ধার হয়। মাছের খাদ্যের বদলে কুমিল্লা থেকে কিশোরগঞ্জ নেওয়ার জন্য আজাদ মিয়া ও রাসেল মিয়া নামে দুই ব্যক্তি এই আতশবাজি বুকিং করেছিলেন। এ ঘটনায় সোমবার আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।