ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলাস্থ ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রুবেল মিয়াকে নাসিরনগর থানা পুলিশ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছেন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতার রুবেল মিয়া (৪০) ভলাকুট গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ধনু মিয়ার ছেলে। তিনি বর্তমান ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগ নেতা। তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি সহিংস ঘটনার পেছনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রুবেল মিয়া। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগের মামলা রয়েছে। ঐ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে ডেভিলহান্ট অপারেশনে বাসুদেব ইউনিয়নের দতায়সার গ্রামের নুরুল হকের ছেলে আওয়ামিলীগ নেতা শহীদুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তাকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে।