চরফ্যাশনে মায়াদন ব্রিজের নিচে নদীতে ভাসছিল বৃদ্ধার মরদেহ

ভোলার চরফ্যাশনে মায়াদন ব্রিজের নিচে নদী থেকে আবদুল মালেক নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে আবদুল্লাহপুর ইউনিয়নের সুলতানের খেয়া সংলগ্ন এলাকার নদীতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধ ভোলার বোরহান উদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের মৃত মকবুল আহাম্মদের ছেলে। মৃত আব্দুল মালেকের ছেলে জানান আমার বাবার মানসিক সমস্যা ছিল
স্বজনরা জানান, নিহত বৃদ্ধ আবদুল মালেক আবদুল্লাহপুর ইউনিয়নের মেয়ের শ্বশুর বাড়ি থেকে বোরহানউদ্দিনে নিজ বাড়িতে ফেরার পথে তিনি নিখোঁজ হন। তার পারিবারে সদস্যরা অনেক খোঁজা খুঁজি করেও তার কোন সন্ধান পাননি। সোমবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নদী থেকে মরদেহ উদ্ধারের একটি পোস্ট দেখে তারা মরদেহটি শনাক্ত করেন।
নৌপুলিশে উপ-পরিদর্শক জ্ঞান কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।