বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ দিদারকে ঘর তৈরিতে উপজেলা প্রশাসনের সহায়তা সরকারি বাঙলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বোটানি ক্লাব কর্তৃক অন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ আয়োজিত। “জন-স্বার্থকে প্রাধান্য দেওয়াই হবে দেশের অগ্রগতির মূল কাজ”।- মাহমুদুল হাসান (ইউ এন ও) দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ঢাকায় ৩৯.৯ ডিগ্রি নালিতাবাড়ী থানার ওসির বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে পক্ষপাতের অভিযোগ জামতলীতে বেস্ট লাইফ ইনসুরেন্সের শাখা অফিস উদ্বোধন এবং নবনিযুক্ত কর্মচারীদের সংবর্ধনা অনুষ্ঠান কুখ্যাত সন্ত্রাসী ও ছিনতাইকারী কাউয়া বাবু সাংবাদিকের উপর অতর্কিত হামলা ও বাইক ভাংচুর। কুড়িগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত কক্সবাজারে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন রাজৈরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ দশজন আহত।

ময়মনসিংহ মেডিকেলে র্যাবের অভিযানে এক নারীসহ ১৪ দালালকে আটক ও জরিমানা

শফিকুল ইসলাম (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
ময়মনসিংহ মেডিকেলে র্যাবের অভিযানে এক নারীসহ ১৪ দালালকে আটক ও জরিমানা
ময়মনসিংহ মেডিকেলে র্যাবের অভিযানে এক নারীসহ ১৪ দালালকে আটক ও জরিমানা

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসে অসংখ্য মানুষ। সাধারণ মানুষকে প্রায় সময়ই বিভিন্ন বিষয়ে বিড়ম্বনায় পড়তে হয়। ২২ এপ্রিল ( মঙ্গলবার) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় দুই ঘন্টা ব্যাপী র্যাব একটি অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান কোম্পানি কমান্ডার সিপিএসসি, র‌্যাব-১৪ ও বিজ্ঞ নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। এসময় তাঁরা হাসপাতাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ (চৌদ্দ) জন দালালকে আটক করেন। পরবর্তীতে বিভিন্ন মেয়াদে দালালদের অর্থ ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আসামীদের দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্ট আইন-২০০৯ এবং দন্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৬ অনুযায়ী ১২ জনকে দুই মাসের বিনাশ্রম জেল এবং ১ জনকে অনুযায়ী এক মাস ও অপর আরেক জনকে ১৫ দিনের বিনাশ্রম জেল প্রদান করা হয়।

অভিযানে আটককৃত দালালরা হলেন মন্টু মিয়া (২৫),মোঃ মাসুদ (৪৫),মোঃ আলাল উদ্দিন (৬০), বিজয় দাস (৫০), আকাশ (২৪),সোবাহান মিয়া (৬৫),সুমন মিয়া (৩০),শাহাদাত হোসেন বাবু (৩৫), সাকিব হোসেন আলিফ (২৪),আনিস হোসেন রকি (৩৫),হামিদুল ইসলাম রবিন (৩০),সাদ্দাম (২৯),পারভিন (৩৫),মোঃ আশরাফুল(২৭)।

অভিযান শেষে কর্মকর্তারা জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল মুক্ত করতে র‌্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর