শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ পোপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন : ভ্যাটিকান ২৯ এপ্রিলের মধ্যে সব পাকিস্তানিকে ভারত ত্যাগের নির্দেশ নয়াদিল্লির মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন আলকারাজ এশিয়া-প্রশান্ত অঞ্চলে উন্নয়নে প্রায় ৪০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি এডিবি’র মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর হবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার : চবক চেয়ারম্যান বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর বাপ-দাদার জমিতে ইপিজেড না করার দাবিতে আবারও উত্তাল সাঁওতালরা চীনের হাসপাতালটি গাইবান্ধায় প্রতিষ্ঠার দাবিতে এক কিলোমিটারব্যাপী মানববন্ধ আখাউড়ায় বোরো ধান সংগ্রহ শুরু মাদারীপুরে জেলা বিএনপি আইনজীবী ফোরামের সাথে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এনজিওর এক নারী কর্মীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এনজিওর এক নারী কর্মীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এনজিওর এক নারী কর্মীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার


গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রশিকা এনজিওর এক নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলার মদনের পাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম হিরা খাতুন (৩৩)। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং প্রশিকার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হিরা খাতুন বুধবার এনজিও অফিসে কাজ শেষে বাসায় ফেরেন। বৃহস্পতিবার সকালে মোটর দিয়ে পানি তুলে গোসল করলেও তিনি অফিসে যাননি। সহকর্মীরা ও বাসার মালিক তার মোবাইলে একাধিকবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি। পরে তারা বাসার দরজায় ধাক্কাধাক্কি করে এবং জানালার ফাঁক দিয়ে মোবাইলের আলোতে দেখেন, তিনি ঘড়ের আড়ার সাথে নিজের পড়নের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বাসার মালিক শহিদুর রহমান জানান, “প্রশিকা মদনের পাড়া শাখার ম্যানেজার সুরেষ চন্দ্র বর্মণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে গত রোজার ঈদের সময় থেকে পালিয়ে রয়েছেন। এরপর থেকে গ্রাহকরা হিরাসহ এনজিওর অন্যান্য কর্মীদের ওপর টাকা ফেরতের চাপ দিয়ে আসছিল।”

প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন বলেন, “ম্যানেজার সুরেষ চন্দ্র ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর আর অফিসে আসেননি। গ্রাহকদের অভিযোগ থেকে আমরা জানতে পারি তিনি প্রায় কোটি টাকা নিয়ে পালিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রমাণ সাপেক্ষে গ্রাহকদের টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হবে। তবে হিরা খাতুন কেন আত্মহত্যা করেছেন, তা আমাদের জানা নেই।”

স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল রানা সালু বলেন, “আমি কয়েকদিন ধরে শুনছি, ম্যানেজার সুরেষ চন্দ্র গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছেন। সেই চাপেই হয়তো হিরা আত্মহত্যা করেছেন।”

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর