আখাউড়ায় বোরো ধান সংগ্রহ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরাসরি কৃষক থেকে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম উপজেলা সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
খাদ্যগুদাম অফিস সূত্র জানায়, এ বছর আখাউড়া উপজেলায় ৩৮৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা দরে কেনা ধরে। ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান কেনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সাজেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, কৃষি অফিসার তানিয়া তাবাসসুম, জনতা ব্যাংক আখাউড়া শাখার ব্যবস্থাপক বশিরুল আলম সিদ্দিকী। প্রথম দিন কৃষক মামুনুর রশিদের কাছ থেকে তিন মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।
এ সময় জানানো হয়, বোরো মৌসুমে ধান উৎপাদনকারী কৃষক তালিকা হতে ‘আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন’ ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিন্ম তিন বস্তায় ১২০ কেজি এবং সর্বোচ্চ ৭৫ বস্তায় তিন হাজার মেট্রিক টন ধান গুদামে বিক্রি করতে পারবেন।