শিবগঞ্জে ২ দিনে ৫ মাদক সেবী আটকজেল জরিমানা প্রদান

শিবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ লক্ষ্যে মোবাইল কোট পরিচালনার ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ও ২৪ এপ্রিল ২০২৫ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন কানসাট আমবাজার ও পৌরসভার বিভিন্ন স্পটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সার্বিক সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মো: তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য সেবনের অপরাধে ০৫ জন অভিযুক্তকে বিভিন্ন মেয়াদে সাজা (একজনকে ২ মাস, তিনজনকে ১মাস ও অপর একজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড) ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা ও সচেতনতা গড়ে তোলার কোন বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, শিবগঞ্জ সর্বদা বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এরুপ অভিযান অব্যাহত থাকবে।