শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
প্রধান উপদেষ্টা রোমে পৌঁছেছেন ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৬৪২ কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মুখে ইসলাম, মনে ষড়যন্ত্র—নেতৃত্ব নয়, এ যেন ধর্মের বেইমানি বিশ্ব বাণিজ্যে ‘একতরফা হুম/কি’র বিরোধিতার আহ্বান চীনের শীর্ষ নেতাদের প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ হামাস আত্মসমর্পণ করবে না: ব্রিটিশ বিশ্লেষক অন্যায়ের বিরুদ্ধে জীবন দিতে সংকল্পবদ্ধ ছিলেন শহীদ মেহেদী হাসান গাইবান্ধায় মিশুগাড়ি চালকের ফেরা হলো না বাড়িতে ছিনতাইকারীদের হাতে খুন গাইবান্ধায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত

বিশ্ব বাণিজ্যে ‘একতরফা হুম/কি’র বিরোধিতার আহ্বান চীনের শীর্ষ নেতাদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
বিশ্ব বাণিজ্যে ‘একতরফা হুম/কি’র বিরোধিতার আহ্বান চীনের শীর্ষ নেতাদের
বিশ্ব বাণিজ্যে ‘একতরফা হুম/কি’র বিরোধিতার আহ্বান চীনের শীর্ষ নেতাদের ।। সংগৃহীত ছবি

 চীনের শীর্ষ নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দেশটির অর্থনীতিতে সমর্থন বৃদ্ধি এবং বিশ্ব বাণিজ্যে ‘একতরফা হুমকি’র বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন।

চীনের নীতি নির্ধারণী সংস্থার বৈঠকের পর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এই আহ্বান মূলত সম্প্রতি চীনা পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্কের প্রতি এক ধরনের পরোক্ষ প্রতিক্রিয়া। ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুটি দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধের সূত্রপাত করেছে।

সিনহুয়া জানিয়েছে, চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নীতি নির্ধারণী সংস্থা বহুপক্ষীয় সম্পর্ক সমুন্নত রাখতে এবং একতরফা হুমকির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এমন সময় বাণিজ্য যুদ্ধ চলছে, যখন আবাসন খাতে দীর্ঘদিনের সমস্যা ও ভোক্তাদের খরচে অনাগ্রহের কারণে দেশটি অর্থনৈতিক চাপে রয়েছে।

সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং-এর উপস্থিতিতে পলিটব্যুরোর বৈঠকে নেতারা বিভিন্ন অভ্যন্তরীণ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এতে তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্দীপিত করতে ভোক্তাদের ভূমিকা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

তারা ভোক্তাদের আয় বৃদ্ধি ও পরিষেবা গ্রহীতার সংখ্যা বাড়াতে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ‘উপযুক্ত সময়ে’ ভোক্তাদের জন্য সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর