মহেশখালী থেকে অপহরণকৃত মাদ্রাসার ছাত্রীকে লামা থেকে উদ্ধার করেছে র্যাব-১৫,

মহেশখালী থেকে অপহৃত ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে বান্দরবানের লামা থানার ফাসিয়াখালি ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-১৫। একই অভিযানে অপহরণ চক্রের মূলহোতা ও পরিকল্পনাকারী খালেদা বেগম নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।’
র্যাব-১৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার ও বান্দরবান জেলায় অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ২৪ এপ্রিল রাতে এই অভিযান পরিচালনা করা হয়।’
ভিকটিম কক্সবাজার সদরের পিএমখালীর বাংলাবাজার এলাকার বাসিন্দা। তবে সে মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের জামেরছড়ি এলাকায় নানার বাড়িতে থেকে পড়াশোনা করত এবং শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনার দিন, ২১ এপ্রিল ২০২৫ তারিখে নানির ওষুধ আনতে গিয়ে স্থানীয়ভাবে পরিচিত খালেদা নামের এক নারী তাকে অজ্ঞান করে অপহরণ করে। পরবর্তীতে ভিকটিম জ্ঞান ফিরলে নিজেকে বান্দরবানের ফাসিয়াখালি ইউনিয়নের মধ্যম হায়দারনাশির একটি পাহাড়ি এলাকায় দেখতে পান। তাকে জমির উদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে আটকিয়ে রাখা হয় এবং অপহরণকারীরা তার পরিবারের কাছে ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।’
পরিবারের পক্ষ থেকে মহেশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই র্যাব-১৫ এর একটি আভিযানিক দল নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী খালেদা বেগমকে গ্রেফতার করে।’
র্যাব জানায়, গ্রেফতারকৃত খালেদা বেগম (২৮) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪, ব্লক ডি/১৪-তে অবস্থান করতেন। তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ক্যাম্প থেকে বিতাড়িত হন। তার বিরুদ্ধে চুরি, প্রতারণা, মাদক ও যৌন অপরাধসহ একাধিক অভিযোগ রয়েছে।’
গ্রেফতারকৃত খালেদাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।’