সাতক্ষীরার কলারাোয়ার বাটরায় মায়ের হাতে মেয়ে খুন।

সাতক্ষীরার কলারোয়ায় মা কতৃক
দুই বছরের শিশু কন্যাকে বটি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় পুলিশ ঘাতক মাকে আটক করেছে এবং নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে।
আটক তানিয়া খাতুন ওরফে আছমা খাতুন বাটরা মিলপাড়া এলাকার আব্দুল মাজেদের মেয়ে ও একই উপজেলার কুশোডাঙ্গা গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী। নিহত শিশুটির নাম খাদিজা খাতুন (২)। সে তহিদুল ইসলাম ও তানিয়া খাতুন দম্পতির কন্যা।
বাটরা গ্রামর আব্দুল মাজেদ জানান, বিগত ১০ বছর আগে কুশাোডাঙ্গা গ্রামর তহিদুলের সাথে তার মেয়ে আছমার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে । বছর খানেক ধরে তার মেয়ে আছমার মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। একারণে জামাই তহিদুল তার ছেলে ও মেয়েসহ আছমাকে তার (মাজেদের ) বাড়িতে পাঠিয়ে দেয় । শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযাগে রান্নাঘরের বটি দিয়ে সে তার দুই বছর বয়সী মেয়ে খাদিজা খাতুনকে গলা কেটে হত্যা করে । মেয়েকে হত্যার পর সে তার ৫ বছর বয়সী ছেলেটাকে গলা কেটে হত্যা করতে উদ্যত হলে তার (মাজেদের ) স্ত্রী আলেয়া খাতুন পাশের বাড়ি থেকে এসে তাকে নিবৃত করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে কন্যা শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া নিজ সন্তানকে হত্যার অভিযাগে আছমা খাতুনকে আটক করা হয়েছে । মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে আরো জানান ওসি।