হবিগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী-মেয়ে আটক
শিরোনাম
হবিগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী-মেয়ে আটক

হবিগঞ্জের নোয়াপাড়া রেলস্টেশনের কাছে একটি বাসে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও তাদের মেয়েকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার(২৬ এপ্রিল) সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত ১০ টার দিকে সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- নোয়াপাড়া গ্রামের শাহজাহান মিয়া(৪৫) তার স্ত্রী রিয়া বেগম (৩৮) ও তাদের মেয়ে বকুল (১৭)। তাদেরকে রাতেই শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ডিউটি অফিসার মোঃ লাল মিয়ার কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর