সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলী ও আলোচনাসভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিভিন্ন দল থেকে দেড় শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান আত্রাইয়ে প্রাকৃতিক দুর্যোগ না হলে বোরো ধানের বাম্পার ফলনে ভরবে কৃষকদের শূন্য গোলা সন্দ্বীপে ট্রাক দুর্ঘটনায় ৪ বছরের শিশু নিহত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যৌথ বাহিনীর অভিযান চাটমোহের মুক্তিযোদ্ধার বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব; পাল্টাপাল্টি অভিযোগ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ জন সদস্যসহ ৮ জন গ্রেফতার : লুন্ঠিত মালামাল উদ্ধার

নাটোরে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫ ইং উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
নাটোরে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫ ইং উদযাপন
নাটোরে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫ ইং উদযাপন

মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধি : দ্বন্দে কোন আনন্দ নেই আপোস করো ভাই, লিগ্যাল এইড পাশে আছে কোন চিন্তা নাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (২৮ এপ্রিল) সোমবার নাটোরে উদযাপিত হলো জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫। জেলা লিগ্যাল এইড অফিস, নাটোরের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।

দিবসের শুরুতে সকাল ৭.৪৫ মিনিটে জেলা লিগ্যাল এইড অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে জেলা ও দায়রা জজ, বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধিবৃন্দ সহ সরকারি কর্মকর্তা, আইনজীবী,মানবাধিকার কর্মী,সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে বৃক্ষরোপন ও সিভিল সার্জন মোঃ মুক্তাদির আরেফিন নিজ রক্তদানের মধ্যে দিয়ে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনে এক আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব শেখ মোঃ নাসিরুল হক,ও আয়োজক হিসেবে দ্বায়িত্ব পালন করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ জনাব ইসমত আরা তুশি।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোছাঃ মৌসুফা তানিয়া মৌলি, (সহকারী জজ), এ সময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আলামিন,নারী শিশু আদালতের বিচারক জনাব আব্দুর রহিম, জেলা প্রশাসকের প্রতিনিধি জনাব আছমা খাতুন, পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব,একরামুল হক (পিপিএম) জেলা আইজীবি সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর জনাব রুহুল আমিন টগর, মোঃ শরিফুল ইসলাম মুক্তা সাধারণ সম্পাদক নাটোর জেলা আইনজীবী সমিতি নাটোর, এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস,ওয়ার্ল্ডের নাটোর জেলা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ আব্দুস শহিদ ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাসেল শেখ ও ময়েনউদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “আইন সকলের জন্য সমান—এটি বাস্তবায়ন করতে হলে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইন সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বক্তারা আরও উল্লেখ করেন, দেশের দরিদ্র, অসহায় ও বঞ্চিত জনগণের অধিকার সুরক্ষায় জেলা লিগ্যাল এইড অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান, মামলা দায়ের এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার মাধ্যমে জনগণের ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজতর করা হচ্ছে।

এছাড়াও জেলা লিগ্যাল এইড থেকে বিনা খরচে সুবিচার প্রাপ্ত বাক্তিদ্বয় বিনা খরচে সুবিচারের গল্প তুলে ধরেন।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে লিগ্যাল এইড সংক্রান্ত গণসচেতনতা বৃদ্ধি বিষয়ক কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।

জেলা লিগ্যাল এইড অফিসের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সাধারণ মানুষের জন্য আইনি সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর