গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিভিন্ন দল থেকে দেড় শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষ্যে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় বিভিন্ন দল থেকে দেড় শতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
আজ সোমবার (২৮ এপ্রিল-২৫) বাদ যোহর সাদুল্যাপুর উপজেলার শ্রীকলা গ্রামের দক্ষিণ পাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর ঐ এলাকার বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের দেড় শতাধিক নেতা-কর্মী জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেন।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাংগাঠনিক সেক্রেটারি, পলাশবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন গাইবান্ধা জেলা সভাপতি মাওলানা আব্দুর রউফ এবং উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম।
এছাড়াও শ্রীকলা দক্ষিণ পাড়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, আলতাফ শেখ এবং শাহিন মিয়া।
এই সময় জামায়াতে যোগদানকৃতদের একজন আলতাফ শেখ সাংবাদিকদের জানান, “আমরা সবদলকে দেখেছি, এইবার আমরা জামায়তকে দেখতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমরা জামায়াতে ইসলামীকেই ভোট দেবো ইনশাআল্লাহ।