মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলী ও আলোচনাসভা অনুষ্ঠিত জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিভিন্ন দল থেকে দেড় শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান আত্রাইয়ে প্রাকৃতিক দুর্যোগ না হলে বোরো ধানের বাম্পার ফলনে ভরবে কৃষকদের শূন্য গোলা সন্দ্বীপে ট্রাক দুর্ঘটনায় ৪ বছরের শিশু নিহত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যৌথ বাহিনীর অভিযান চাটমোহের মুক্তিযোদ্ধার বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব; পাল্টাপাল্টি অভিযোগ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ জন সদস্যসহ ৮ জন গ্রেফতার : লুন্ঠিত মালামাল উদ্ধার

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলী ও আলোচনাসভা অনুষ্ঠিত

মোঃ ফায়েজুল শরীফ মাদারীপুর জেলা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলী ও আলোচনাসভা অনুষ্ঠিত
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলী ও আলোচনাসভা অনুষ্ঠিত

মাদারীপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ২৮ এপ্রিল সোমবার সকালে জেলা জজকোর্ট প্রাঙ্গণে প্রথমে এক জাঁকজমকপূর্ণ বর্নাঢ্য রেলী ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ রাবেয়া বেগম এর স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব- মাদারীপুর জেলা পরিষদ এবং মাদারীপুর পৌরসভা প্রশাসক হাবিবুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক শাহ মোঃ সজীব, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, চিফ জুডিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবদুল হান্নান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর বিচারক শরীফ এ,এম রেজা জাকের, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমদাদুল হক খান। এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌসূলী( জিপি) সিনিয়র এ্যাডভোকেট গোলজার আহমেদ চিশতী, পাবলিক প্রসিকউটর (পিপি) এমারত হোসেন খান, নারী ও শিশু অপরাধ দমন ট্রাইবুনাল এর পাবলিক প্রসিকউটর (পিপি)এ্যাডভোকেট শরীফ মোঃ সাইফুল কবীর, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু, মানবাধিকার ব্যক্তিত্ব খান মোঃ শহীদ, মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক) এর মাদারীপুর জেলা শাখার সভাপতি মোঃ ফায়েজুল শরীফ সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক সংগঠন, মানবাধিকার সংগঠন, সামাজিক সংগঠন, সুশীল সমাজ ও স্থীনীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় প্রধান অতিথি জেলা ও দায়রা জজ, মাদারীপুর- নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর লিগ্যাল এইডের মাধ্যমে গরীব ও সুবিধাবঞ্চিত মানুষকে সরকারী খরচে আইনি সহায়তা গ্রহনের আহবান জানিয়ে এ ব্যাপারে সকল আইনজীবী সহ উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, মাদারীপুর থেকে অবৈধভাবে ইতালিসহ ইউরোপে অনেক লোক পাড়ি জমাতে গিয়ে তারা মানবপাচারকারীদের নির্যাতন, মৃত্যুর শিকার সহ নানাবিধ মারাত্মক সমস্যার সম্মুখীন হন-যা থেকে বিরত রাখতে আইনজীবী, সচেতন মহল এবং সমাজ প্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথি স্থানীয় সরকার বিভাগের উপসচিব হাবিবুল আউয়াল তার বক্তব্যে বলেন, লিগ্যাল এইডের আসল কাজ হলো সাধারণ মানুষ সহ গরীব-দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় সরকারী এ আইনী সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি অনেক সময় আপোষ-মীমাংসা করে দ্রুত ফয়সালা দেয়া। আলোচনা সভা শেষে ফৌজদারী আইন সংক্রান্ত এ্যাডভোকেসিতে গুড পারফরমেন্সের জন্য এ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু ও দেওয়ানী বিভাগে শিলা মনি-কে অন্যান্য বিচারক ও সুধীজনকে সাথে নিয়ে সেরা সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর