মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেনের দরজায় উকি দিয়ে পিটারের ধাক্কায় এক যাত্রী নিহত নওগাঁয় ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত রাঙ্গুনিয়া উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরের নকলায় ২ ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা। গাইবান্ধার সাদুল্লাপুরে গরুরঘর সহ পুড়ে ছাই আগুনে দগ্ধ কৃষক বাউফলে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন পবিপ্রবি’তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারক লিপি প্রদান পিরোজপুরে বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশনের উদ্যোগে পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
মুরাদনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু
মুরাদনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের মাঠে এ ঘটনা ঘটে। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই কৃষক।

নিহতরা হলেন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পশ্চিম পাড়ার মৃত বীর চরন দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৫৫) এবং আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩২)। তারা দুজনই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানা গেছে। তাদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরের দিকে কোরবানপুর পূর্ব পাড়া কবরস্থানের পাশের মাঠে কৃষকেরা পাকা ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ করে আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি। এ সময় বজ্রপাত হলে নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া ঘটনাস্থলেই নিহত হন। সাথে থাকা অন্যান্য কৃষকরা দ্রুত তাদের উদ্ধার করার চেষ্টা করলেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও নিহতদের স্বজনেরা ছুটে আসেন। পুরো এলাকায় নেমে আসে শোকের মাতম। বিশেষ করে নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়ার পরিবারে চলছে আহাজারি। তাদের মৃত্যুতে পরিবারগুলোর আর্থিক অনিশ্চয়তার আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে কৃষি কাজের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে মুরাদনগরের বিভিন্ন এলাকায় ধান কাটার মৌসুম চলছে। এই সময় কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে থাকেন। আবহাওয়াবিদরা বজ্রঝড়ের আশঙ্কা থাকায় কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর