২ জন শিক্ষক অব্যাহতি পরিক্ষা শুরুর সাথেই

চলমান দাখিল , এসএসসি ও সমমান পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে । জামালপুর জেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত ২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
(২৯ এপ্রিল) সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে দায়িত্বরত ২ শিক্ষকদের দায়িত্বে অবহেলা লক্ষ্য করেন। এ সময় তাৎক্ষণিকভাবে ২ শিক্ষককে দায়িত্ব থেকে প্রদান করেন।
রুটিন মাফিক আজকে রসায়ন পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়, তার এক ঘণ্টা যেতে না যেতেই অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনো অব্যাহতি পাওয়া শিক্ষকদের নাম ও বিদ্যালয়ের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে তারা ইসলামপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বলে জানা যায়।
সূত্রে জানা যায়, চলতি বছর ইসলামপুর উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৪,২২৭ জন শিক্ষার্থী ১০টি কেন্দ্রে পরীক্ষায় বসেছে । এর মধ্যে মাধ্যমিকে ২,৭৭৪ জন, দাখিলে ৯০৫ জন এবং ভোকেশনালে ৫৪৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসন, ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছেন।
ইসলামপুর উপজেলা ইউএনও মো. তৌহিদুর রহমান জানান, কোনো ধরনের দায়িত্ব অবহেলা বরদাশত করা হবে না। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।