বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেনের দরজায় উকি দিয়ে পিটারের ধাক্কায় এক যাত্রী নিহত নওগাঁয় ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত রাঙ্গুনিয়া উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরের নকলায় ২ ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা। গাইবান্ধার সাদুল্লাপুরে গরুরঘর সহ পুড়ে ছাই আগুনে দগ্ধ কৃষক বাউফলে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন পবিপ্রবি’তে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারক লিপি প্রদান পিরোজপুরে বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশনের উদ্যোগে পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সুন্দরগঞ্জ উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আতাউর রহমানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম, জেলা নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান।

সম্মলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, মো. ফয়সাল কবির, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, নুরুন্নবী প্রধান, সাইফুল ইসলাম মন্ডল, খাইরুল আমিন, অধ্যাপক ফেরদৌস আলম, ইসলামি ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমূখ।

প্রধান অতিথি আব্দুল হালিম বলেন, আমরা মানুষকে ভালো কাজের দাওয়াত দেই। ইসলামে সৎকাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, আত্মীয়তার হক আদায়ের কথা বলা হয়েছে, সকল মানুষেরই অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে, ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকারের কথাও বলা হয়েছে। জামায়াতের দুই জন মন্ত্রীর আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। আগামীতে মানুষ ইনসাফের প্রতিক দাড়িপাল্লা মার্কায় ভোট দিবে ইনশাআল্লাহ।

নারী বিষয়ক সুপারিশ মালা প্রসঙ্গে তিনি বলেন, “নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা পবিত্র কুরআনের বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং ইসলাম ও মুসলিম পরিচয়ের সাথে সাংঘর্ষিক। এই প্রস্তাবনার মাধ্যমে দেশের ধর্মীয় মুল্যবোধ ও ভারসাম্য, পারিবারিক কাঠামো ও সামাজিক স্থিতিশীলতাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে।” তিনি অবিলম্বে অগ্রহণযোগ্য ও বিতর্কিত নারীবিষয়ক সুপারিশমালা বাতিলের দাবি জানিয়েছেন।

প্রধান অতিথি বলেন, “১৯ এপ্রিল শনিবার নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দিয়েছেন, তা ইসলাম ও মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যশীল নয়। কমিশনের সুপারিশমালার ২৫ পৃষ্ঠায় মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী-পুরুষকে সমান সম্পত্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

সম্মলেন শেষে উপস্থিত গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার পুত্র ইজিবাইক চালক নিহত আনিসুর রহমান(৩৭)এর স্ত্রী ও সন্তানদের নগদ ৫২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর