পদুয়া ও লোহাগাড়ায় নতুন ডাকাত চক্রের তৎপরতা: শিশু ও নারীর কণ্ঠে কৌশলী ফাঁদ, এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামের লোহাগাড়া ও পদুয়া এলাকায় মধ্যরাতে নতুন কৌশলে ডাকাতির আশঙ্কাজনক ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, একটি সংঘবদ্ধ ডাকাত চক্র রাতের অন্ধকারে শিশুদের কান্না কিংবা অসহায় নারীর আর্তনাদ নকল করে বাড়ির দরজার সামনে অবস্থান নেয় এবং বাসিন্দাদের বাইরে আসতে প্রলুব্ধ করে।
এই ধরনের কৌশলগত ডাকাতির উদ্দেশ্য হলো, ঘরের লোকজন দরজা খুললে বা বাইরে বের হলে তাদের উপর হামলা চালিয়ে মালামাল লুট করা। ইতোমধ্যে কিছু এলাকাবাসী এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন বলেও জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ না করা হলেও, এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সবাইকে রাতের বেলা অচেনা বা অস্বাভাবিক কোনো শব্দ শুনলেও দরজা না খোলার এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
নিজে সচেতন হোন, অন্যকেও সতর্ক করুন—এই বার্তায়ই প্রতিটি ঘরে নিরাপত্তা নিশ্চিত করতে চায় স্থানীয় জনগণ।